Site icon Jamuna Television

ইরানে প্রকাশ্যে আরও এক আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হিজাব বিরোধী দ্বিতীয় আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (১২ ডিসেম্বর) সকালে ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে জড়িত’ থাকার দায়ে মজিদ রেজা নামের এক যুবককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইয়ন।

এর আগে গত ২৯ নভেম্বর মজিদকে মৃত্যুদণ্ড প্রদান করে ইরানের আদালত। তার বিরুদ্ধে আন্দোলনে ছুরিকাঘাতে দু’জন নিরাপত্তা কর্মীকে হত্যা এবং ৪ জনকে আহত করার অভিযোগ ছিল।

এর আগে গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মোহসেন শেখরী নামের আরও এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। তার বিরুদ্ধে হিজাব বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এক নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাতে আহত করার এবং তেহরানের একটি রাস্তা আটকে রাখার অভিযোগ ছিল।

এই যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের পরই রীতিমতো ফুঁসে ওঠে একাধিক মানবাধিকার সংস্থা, যুক্তরাষ্ট্র এবং ‌এর বন্ধু রাষ্ট্রগুলো। তবে সেসব কিছুকে তোয়াক্কা না করে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো ইরানে।

এসজেড/

Exit mobile version