Site icon Jamuna Television

বিএনপির ৬ এমপির পদত্যাগ করা আসনে ৫০ দিনের মধ্যে উপনির্বাচন

পদত্যাগ করা বিএনপির ছয় সংসদ সদস্যের আসনে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই উপনির্বাচন হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় খুব একটা সময় নিতে চায় না কমিশন।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেন, বৃহষ্পতিবার ভোটের দিন তারিখ ঠিক করতে বৈঠক করবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় না থাকায় এর আগে এ নিয়ে আলোচনার সুযোগ নেই।

এই নির্বাচন কমিশনার জানান, গেজেট প্রাপ্তির পর ৯০ দিন পর্যন্ত ভোট আয়োজনের সময় থাকে। নির্বাচন হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। আলোচনা সাপেক্ষে সিসি ক্যামেরা বসানো হতে পারে বলেও উল্লেখ করেন।

মোহাম্মদ আলমগীর আরও বলেন, নির্বাচনে রেফারির ভূমিকা পালন করে ইসি। তফসিলের আগে রাজনৈতিক উত্তাপ নিয়ে ইসির কিছু করার নেই।

/এমএন

Exit mobile version