Site icon Jamuna Television

লাইভ চলাকালে সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেয়া সেই পুলিশকে প্রত্যাহার (ভিডিও)

লাইভ চলাকালে সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেয়া পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে প্রত্যাহার প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত ওই কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে বেসরকারি টেলিভিশন নাগরিক টিভিতে ‘লাইভ চলাকালে’ সিনিয়র রিপোর্টার সাইদ আরমানের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান মো. শাহিনুর রহমান।

পরে এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করা হলে অপেশাদার আচরণের জন্য এই কনস্টেবলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

/এমএন

Exit mobile version