Site icon Jamuna Television

দায়িত্ব পালনকালে ভুলত্রুটি হলে তার জন্য দুঃখ প্রকাশ বিদায়ী মন্ত্রিপরিষদ সচিবের

দায়িত্ব পালনকালে ভুলত্রুটি হলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিদায়ী সচিব বলেন, সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত যেকোনো প্রতিষ্ঠানের আর্থিক আয়-ব্যয় অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ সময় সরকারি চাকরি সংশোধনী আইন ২০২২ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আইনটির সংশোধনের ফলে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের আয় ব্যয়ের হিসেব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিবে। বলেন, গ্যাস ও তেলের পাইপলাইন নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউএইচ/

Exit mobile version