Site icon Jamuna Television

লটারির মাধ্যমে ভর্তির ফলে শিশুদের ওপর মানসিক চাপ কমবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই মানসম্পন্ন হতে হবে। ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির ফলে শিশুদের ওপর মানসিক চাপ কমবে। এমন কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১২ ডিসেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রমের ডিজিটাল লটারি উদ্বোধন শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি জানান, ডিজিটাল লটারি পদ্ধতিতে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধও থামবে। কোচিং সেন্টারসহ বিভিন্ন মহলের ভর্তি বাণিজ্যও বন্ধ হবে। ডা. দীপু মনি বলেন, শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে সরকার। ১১০ টাকায় ৫টি বিদ্যালয়ে ভর্তির জন্য পছন্দের তালিকাও দিতে পেরেছে। এ কার্যক্রমে সফটওয়্যারে কোনো জটিলতা হলে তা কম্পিউটারাইডজ পদ্ধতিতে নিরসন করা হবে।

তিনি আরও জানান, আগামীকাল বেসরকারি মাধ্যমিক স্কুলে শুরু হবে ডিজিটাল লটারি পদ্ধতি। কোনো শিক্ষার্থী বাদ পড়বে না, সবাই ভর্তির সুযোগ পাবে বলেও জানান তিনি।

এটিএম/

Exit mobile version