Site icon Jamuna Television

কাবুলে বিদেশিদের হোটেলে ব্যাপক গোলাগুলি, নিহত ৩ (ভিডিও)

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশিদের একটি হোটেলে হামলা চালিয়েছে একদল সশস্ত্র বন্দুকধারী। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারীদের অন্তত ৩ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ বিদেশি নাগরিক। খবর রয়টার্সের।

স্থানীয়দের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ওই হোটেলের ভেতর ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় এক সাংবাদিকের টুইটারে দেয়া ভিডিওতে বহুতল ওই ভবন থেকে প্রচুর ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। কাবুলের ওই হোটেলটি চীনা নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। হামলার সময় হোটেলের ভেতরে চীনা ও অন্যান্য দেশের নাগরিকরা অবস্থান করছিলেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, স্থানীয় সময় আড়াইটার দিকে একদল সশস্ত্র বন্দুকধারী কাবুলের একটি হোটেলে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনী ওই এলাকা নিরাপদ করার চেষ্টা করছে।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তবে হামলার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি। নিজের টুইটারে জাবিহুল্লাহ লিখেছেন, হোটেলের বারান্দা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টাকালে দুই বিদেশি আহত হয়েছেন।

এদিকে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, কাবুলের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। তবে কাবুলে নিযুক্ত চীনা দূতাবাস ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

তালেবান জানিয়েছে, গত বছর ক্ষমতা দখলের পর থেকে যুদ্ধ-বিধ্বস্ত দেশের সুরক্ষার দিকে মনোনিবেশ করেছে তারা। গত কয়েক মাসে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে কয়েকটি হামলা হয়েছে। এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে আইএস সদস্যরা।

এএআর/

Exit mobile version