Site icon Jamuna Television

সাতক্ষীরায় পিস্তল-গুলিসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ইয়াসিন আলী (২৬)। তিনি সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ভোর রাতে আগরদাড়ি বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি পিস্তল ওয়ান শুটারগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ইয়াসিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version