Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় অপরাধীর সন্ধানে অভিযান: দুই পুলিশসহ নিহত ৩

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অপরাধীর সন্ধানে অভিযানে গিয়ে নিহত হলেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের। খবর এপির।

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) ব্রিসবেনের প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিবৃতিতে কুইন্সল্যান্ডের কমিশনার জানান, এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় তদন্ত করছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। সোমবার তদন্তের কাজে ঘটনাস্থলে যান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সেখানেই মৃত্যু হয় দুই পুলিশসহ এক স্থানীয় বাসিন্দার। গুলিতে আহত হন বাকি দুই কর্মকর্তাও। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তারা।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে।

/এমএন

Exit mobile version