Site icon Jamuna Television

এবার বার্ষিক সংবাদ সম্মেলনে আসছেন না পুতিন

ছবি: সংগৃহীত।

এ বছর বার্ষিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১২ ডিসেম্বর) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ নিশ্চিত করেছেন এ তথ্য। খবর রয়টার্সের।

পুতিনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাতিলের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। ২০০০ সালে পুতিন ক্ষমতায় আসার পর থেকে প্রায় প্রতি বছর ডিসেম্বরে সাংবাদিকদের মুখোমুখি হন। যা প্রচার করা হয় রাষ্ট্রীয় টিভি চ্যানেলে। সাধারণত কয়েক ঘণ্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব।

এবার আনুষ্ঠানিক আয়োজন না হলেও নিয়মিতই প্রেসের সাথে যোগাযোগ রাখেন পুতিন এমন দাবি পেসকোভের। গত জুনে জনসাধারণের সাথে রুশ প্রেসিডেন্টের ফোনালাপের বার্ষিক আয়োজনও স্থগিত করে ক্রেমলিন। সংবিধান অনুযায়ী বছর শেষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। এবার সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান পেসকোভ।

/এমএন

Exit mobile version