Site icon Jamuna Television

সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাই‌লের কালিহাতী এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেনটি সরিয়ে নেয়া হয়েছে। লাইনচ্যুত হওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হয়। আর তাতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এই রুটে বি‌ভিন্ন গন্ত‌ব্যে যাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর আটকে থাকে ট্রেনগু‌লোও চলাচল শুরু করেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার সময় কালিহাতীর রাজাবাড়ী এলাকায় ময়মনসিংহ রেলক্রসিংয়ে এমজি-বিসি-ব্লক নামের একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধারকারী ট্রেন।

মালবাহী ট্রেনটি উদ্ধারে দীর্ঘ সময় লাগায় শীতের মধ্যে চরম দুর্ভো‌গ পোহাতে হয়েছে যাত্রীদের।

/এমএন

Exit mobile version