Site icon Jamuna Television

মোদিকে ‘হত্যার’ হুমকি, কংগ্রেস নেতা গ্রেফতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকির বিতর্কিত মন্তব্যের জন্য মধ্যপ্রদেশ রাজ্যের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির।

এক বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়, ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায়’ প্রস্তুত থাকতে হবে। রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তাকে গ্রেফতারের দাবি জানান বিজেপির অনেক নেতা।

সমালোচনার মুখে রাজা পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘হত্যা’ বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন। তবে তার এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি। রাজা পাতেরিয়ার মন্তব্যের জেরে তার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। গতকাল সোমবার বিকেলে রাজ্যের পান্না জেলার একটি থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে, রাজা পাতেরিয়ার মন্তব্যের নিন্দা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই মন্তব্যকে কেন্দ্র করে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেও নিশানা করেন। তিনি বলেন, যারা ভারত জোড়ো যাত্রার ভান করছেন, তাদের আসল চেহারা বেরিয়ে আসছে।

ইউএইচ/

Exit mobile version