Site icon Jamuna Television

ঢাকায় দীর্ঘ মেয়াদি ওপেক্স সোলার সিস্টেম চালু ডেসকোর

জ্বালানি সংকট নিরসন আর বিদ্যুতের খরচ কমাতে ২০ বছর মেয়াদি ওপেক্স সোলার সিস্টেম চালু করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের মদিনাতুল উলুম মাদ্রাসায় এ প্রকল্পের উদ্বোধন করেন ডেসকোর নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল ইসলাম। মাদ্রাসার ছাদে স্থাপন করা হয় সোলার প্ল্যান্ট।

ডেসকো জানায়, এতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন মূল্য হবে সাড়ে ৪ টাকা। প্রকল্পের ব্যয় ৫ লাখ টাকা। পে-ব্যাক পিরিয়ড হবে ৭ বছর। এর ফলে মাসিক বিলের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ কিনতে পরবে ক্রেতারা। ডেসকো এলাকায় আরও ৪টি এ ধরনের প্রকল্প চালুর কথা জানায় কর্তৃপক্ষ।

/এমএন

Exit mobile version