Site icon Jamuna Television

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কোনো এজেন্সি বেশি টাকা নিলেই ব্যবস্থা: প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল ও অন্যান্য খরচ বাবদ অতিরিক্ত টাকা আদায় করা রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনে এজেন্সিগুলোর লাইসেন্সও বাতিল করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার আয়োজনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে কাজ করছে সরকার। প্রান্তিক পর্যায়ের অভিবাসন প্রত্যাশীদের সচেতনতা বাড়াতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তবে কিছু এজেন্সির নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে অভিবাসন প্রত্যাশীদের অনেককেই প্রতারণার শিকার হতে হয়। যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসব এজেন্সিগুলোর বিরুেদ্ধ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এর আগে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার দিনব্যাপী আয়োজন “প্রত্যাশা:প্রবাসীদের আশা” অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। এরপরই এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

এসজেড/

Exit mobile version