Site icon Jamuna Television

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া: টাইব্রেকারে কার পাল্লা ভারি?

কাতার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না আসলে সেটি গড়াবে টাইব্রেকারে। তাই এখন জোর চর্চা চলছে টাইব্রেকারে কোন দল এগিয়ে- আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া?

বিশ্বকাপের নকআউট ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও জয়-পরাজয় নির্ধারিত না হলে টাইব্রেকারের প্রস্তাব প্রথম তোলা হয় ১৯৭০ সালে। তবে এটা পাস হতে হতে লেগে যায় আট বছর। ১৯৭৮ বিশ্বকাপে প্রথম নকআউটে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়। তবে প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি-ফ্রান্স সেমিফাইনালে।

সেই থেকে শুরু করে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের ৩৪টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনা আজ সেমিফাইনালে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে।

বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন, সেই পরিসংখ্যানও তাই ঘাঁটাঘাঁটি চলছে। চলুন দেখে নেয়া যাক বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার পারফরম্যান্স কেমন-

Exit mobile version