Site icon Jamuna Television

২০২৪ সালের ইউরো খেলতে চান রোনালদো

ছবি: সংগৃহীত

৩৭টি বসন্ত পার করে ফেলা ক্রিস্টিয়ানো রোনালদোকে আর হয়তো কখনোই দেখা যাবে না পর্তুগালের লাল সবুজ জার্সিতে। মরক্কোর বিপক্ষে হেরে কেঁদে কেঁদে মাঠ ছাড়েন পর্তুগিজ মহাতারকা, অনেকেই মনে করেছিলেন রোনালদো খেলে ফেলেছেন পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ। এমনটা যারা মনে করছেন, তাদের আরেকটু ভাবনার খোরাক যোগালেন রোনালদো নিজেই। তিনি জানান, ২০২৪ সালের ইউরোতে পর্তুগালের জার্সিতে মাঠ মাতাতে চান।

রাউন্ড অব সিক্সটিন থেকেই পর্তুগালের শুরুর একাদশে সুযোগ মিলছে না পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাদোর। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পর্তুগাল। ম্যাচ শেষে টানেল দিয়ে হেঁটে যাওয়ার সময় অশ্রুসিক্ত ছিলেন রোনালদো।

মর্নিং মেইলকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো জানান, পর্তুগালের হয়ে বিশ্বকাপ জয় করাই ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন। দুঃখজনকভাবে, আমার সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে, আমি পর্তুগালের জার্সিতে আরও খেলা চালিয়ে যেতে চাই। আমি মনে করি ২০২৪ সালের ইউরো পর্যন্ত খেলার সামর্থ্য রয়েছে।

/আরআইএম

Exit mobile version