Site icon Jamuna Television

আ. লীগের দলীয় পদ থেকে অব্যহতি চান আশুলিয়ার চেয়ারম্যান প্রার্থী

আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহম্মেদ ভুঁইয়া।

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যহতি চেয়েছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী সুমন আহম্মেদ ভুঁইয়া।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়ার নিজ বাসভবনের এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার পিতার মৃত্যুর পর থেকে শারীরিক ও মানসিকভাবে আমি বিপর্যস্ত। ফলে বর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয়।

গত ১০ ডিসেম্বর পদ থেকে অব্যহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছি। এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো, হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবো।

এএআর/

Exit mobile version