Site icon Jamuna Television

চট্টগ্রামে বিএম ডিপোর আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো:

ছয় মাস না পেরুতেই বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সোয়া ৩ টার দিকে ডিপোর ভিতরে আগুনের সূত্রপাত হয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও নিশ্চিত করতে পারে নি সংস্থাটি৷

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ৫১ জন। আহত হয় প্রায় আড়াই শতাধিক মানুষ।

এএআর/

Exit mobile version