Site icon Jamuna Television

মেসিদেরকে সাবেক মিস ক্রোয়েশিয়ার ‘হুমকি’

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে গোলের হুমকি দিলেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি এই কথা জানান।

কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। নিজ দলের সদস্যদের সমর্থনে বেশ সরব সাবেক মিস ক্রোয়েশিয়া। এবার মেসিবাহিনীর উদ্দেশে হুমকিও দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টে ছবি দিয়ে নোল ক্যাপশনে লিখেছেন, আমাকে শুনতে দাও আর্জেন্টিনার জালে কত গোল ঢুকবে? অনুমান করে নিন।

/এনএএস

Exit mobile version