Site icon Jamuna Television

মেসির দেয়া ‘ধমক’ এখন মগ, টিশার্ট ও ক্যাপে

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতার পর মেসি ডাচ এক ফরোয়ার্ডকে ‘এদিকে তাকিয়ে আছ কেন, নির্বোধ? ওদিকে যাও’ বলে ধমক দেন। আর সেই ধমকই এখন টিশার্ট আর মগে শোভা পাচ্ছে। খবর ডেইলি সাবাহ’র।

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয় তুলে নেয় আর্জেন্টিনা। উত্তেজনা ছড়ানো সে ম্যাচে ডাচ কোচ লুই ফন গালের প্রতিও তেড়ে গিয়েছিলেন মেসি।

গোটা বিশ্ব যখন এসব বিষয়ে সরব তখন ব্যবসায়ীরা এই পরিস্থিতির সদ্ব্যবহার করছেন। মগে, টি–শার্ট ও ক্যাপে মেসির সেই উক্তি ছাপিয়ে আর্জেন্টিনার বাজারে ছাড়া হয়েছে। মগ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ পেসোয় (৯ ডলার), টি–শার্ট ২ হাজার ৯০০ পেসোয় এবং ক্যাপ ৩ হাজার ৯০০ পেসোয় বিক্রি হচ্ছে।

আর্জেন্টিনায় কাপড়ের ডিজাইনার টনি মরফেস বলেন, আমরা যত দ্রুত সম্ভব টি–শার্ট বানিয়েছি। কথাটা ভাইরাল হয়ে গিয়েছে। মেসি এমনিতে শান্ত, তবে লোকে তাকে ডিয়েগো ম্যারাডোনার মেজাজেও দেখতে চায়।

/এনএএস

Exit mobile version