Site icon Jamuna Television

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জেলেনস্কির ৩ ফর্মুলা

ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ৩টি ফর্মুলার প্রস্তাব করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। জি-৭ জোটের দেশগুলোর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জেলেনস্কির প্রস্তাবগুলো হলো- ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহ, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি।

ফর্মুলার প্রথম প্রস্তাবে ইউক্রেনকে নতুন অস্ত্র হিসেবে আধুনিক ট্যাংক, গোলাবারুদ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তাব দেয়া হয়। দ্বিতীয় ফর্মুলায় দেশটিকে আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়। কারণ, আর্থিক ও সামাজিকভাবে স্থিতিশীল থাকলে রুশ বাহিনীকে সহজে মোকাবেলা করতে পারবে ইউক্রেনীয় সেনারা। তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির কথা। শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে অনতিবিলম্বে একটি গ্লোবাল পিস ফর্মুলা সামিট আয়োজনের আহ্বান জানান জেলেনস্কি।

বৈঠক থেকে তিনি আসন্ন বড়দিন উপলক্ষে রাশিয়াকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানান। একইসাথে প্রদত্ত ফর্মুলা মেনে নতুন বছরে ইউক্রেনের পাশে থাকতে জি-৭ দেশগুলোর প্রতিও আহ্বান জানান জেলেনস্কি।

এএআর/ইউএইচ/

Exit mobile version