Site icon Jamuna Television

প্রশংসাসহ সেন্সর ছাড়পত্র পেলো মস্কোজয়ী ‘আদিম’

সেন্সর ছাড়পত্র হাতে 'আদিম' এর পরিচালক যুবরাজ শামীম।

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে মস্কোজয়ী সিনেমা ‘আদিম’। শুধু ভিনদেশের উৎসবে নয়, যুবরাজ শামীম পরিচালিত এ সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেন্সর বোর্ডের সদস্যরাও।

অপেশাদার অভিনয়শিল্পীদের দিয়ে যে দারুণ অভিনয় ‘আদিম’ এ ফুটিয়ে তোলা হয়েছে, এরজন্য নির্মাতাকেও সাধুবাদ জানিয়েছেন সেন্সরবোর্ডের সদস্যরা।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর থেকে ‘আদিম’ নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে। পরিবেশক সমিতিতে ইতোমধ্যে ‘আদিম’ এর মুক্তির তারিখে পেতে আবেদন করা হয়েছে, বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা। চলতি মাসে ‘আদিম’ এর নির্মাণ নিয়ে বিশ্বের সবচেয়ে পুরনো ফিল্ম স্কুল রাশিয়ান স্টেট ইউনিভার্সিটি অব সিনেমাটোগ্রাফিতে কথা বলেছেন পরিচালক যুবরাজ শামীম। এর আগে সিনেমাটি প্রদর্শীত হয়েছে ইতালি ও আমেরিকার দুটি চলচ্চিত্র উৎসবে।

/এসএইচ

Exit mobile version