Site icon Jamuna Television

কাতারে আর্জেন্টাইন আবেগের অভূতপূর্ব স্রোত: জাবালেতা

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনের খেলায় আবেগের ভূমিকা ও স্থান সব সময়ই গুরুত্বপূর্ণ। ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরত্বে দাঁড়িয়ে কাতারে বইছে অভূতপূর্ব আর্জেন্টাইন আবেগের স্রোত। বিবিসির সাথে আলাপচারিতায় এমনটিই বলেছেন সাবেক আলবিসেলেস্তে ডিফেন্ডার পাবলো জাবালেতা।

তিনি বলেন, আমাদের ফুটবল সংস্কৃতি অনেক সমৃদ্ধ। ১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণেই, আমাদের খেলোয়াড় এবং সমর্থকদের জন্য এটা দারুণ গুরুত্বপূর্ণ সময়। এক অভূতপূর্ব উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। বিশ্বকাপ জয়ের জন্য এই দলের দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবও আমাদের আশাবাদী করছে। এমনটা আমি নিজের ফুটবল ক্যারিয়ারে দেখিনি।

সাবেক এই ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার পাবলো জাবালেতা আরও বলেন, কোনো আসর জয়ের সম্ভাবনা তৈরি হলেই তা আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিশাল উন্মাদনার সৃষ্টি করে। আর এখানে কাতারেরও এমন উন্মাদনাই দেখছি। অনেক আর্জেন্টাইনই কাতারে এসেছে। স্টেডিয়ামের তিন-চতুর্থাংশই আকাশি-সাদাদের দখলে থাকে। তাদের সমর্থনেই মাঠে তৈরি হয় দারুণ এক আবহের। খেলোয়াড়রাও ভরসা পান।

আরও পড়ুন: শুরুতে নেই ডি মারিয়া, দেখুন আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার একাদশ

/এম ই

Exit mobile version