Site icon Jamuna Television

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বগুড়া ব্যুরো
বগুড়ায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুতু সরকার নামের একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, আট রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে শহরের ভাটকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশ জানায়, ভাটকান্দি ব্রিজের পূর্ব এলাকায় দুই দল মাদক কারবারি সংঘর্ষে লিপ্ত হয়েছে খবর পেয়ে একদল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। ভোরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিহত পুতু মিয়া শহরের চকসূত্রাপুরের মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। পুতু পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।

নিহত পুতু বগুড়ার আলোচিত কলেজ ছাত্রী ও তার মাকে মাথা মুড়িয়ে নিপীড়ন মামলার আসামি তুফান সরকারের ভাই।

Exit mobile version