Site icon Jamuna Television

একাত্তরের পরাজিত শক্তি আবার সক্রিয়: ওবায়দুল কাদের

একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এমন শঙ্কার কথা জানান তিনি। বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যারা এখনও বিদেশে পলাতক আছে, তাদের ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি আছে। এ বিষয়ে সরকার যথেষ্ট সচেষ্ট। তবে পলাতকরা যেসব দেশে আছে, সেসব দেশের কিছু আইনি বিধানের কারণে সময় লাগছে বলে জানান ওবায়দুল কাদের।

এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদও। তার মতে, ১০ ডিসেম্বর বিএনপি যে কর্মসূচি পালন করেছে, ১৯৭১ এর একই দিনে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বুনেছিল হানাদার-পাকিস্তানিরা। সেসময় জামায়াতের নেতৃত্বে যারা ছিলেন, তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সেই জামায়াতেরই পৃষ্ঠপোষক আজ বিএনপি। দলটি তাই জনগণের কাছে প্রত্যাখ্যাত।

/এমএন

Exit mobile version