Site icon Jamuna Television

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে এ ম্যাচ। সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা জাগলেও প্রথম টেস্টে রয়েছেন এই অলরাউন্ডার। যদিও গতকাল পিঠের চোটে হাসপাতালে স্ক্যান করাতে হয়েছিল টাইগার এই অধিনায়কের।

সীমিত ওভারে লড়াকু হলেও ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয় টাইগারদের। এর আগে দুই দল মুখোমুখি হয়েছে ১১ টেস্টে। ৯টিতেই হেরেছে বাংলাদেশ। দুটি টেস্ট ড্র হয়েছে, তবে সেগুলোতেও ছিল বৃষ্টির সাহায্য।

/এমএন

Exit mobile version