Site icon Jamuna Television

মরক্কোর সাফল্যের পেছনে ভূমিকা রেখেছেন যে আর্জেন্টাইন

ডিয়েগো সিমিওনি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে টিম পারফরমেন্স দেখিয়ে পুরো বিশ্বের নজর কেড়েছে মরক্কো। জমাট রক্ষণ, মাঝ মাঠে দ্রুত বল রিকভার আর কাউন্টার অ্যাটাকে বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো জায়ান্টদের বাড়ি পাঠিয়েছে আফ্রিকার দেশটি। মরক্কোর এই ফুটবল দর্শনে আছে এক আর্জেন্টাইন কোচের বড় ভূমিকা। কে সেই কোচ?

তিনি হলেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনি। ভুল নয়, ঠিকই পড়েছেন। মরক্কো দলে সিমিওনির প্রভাব নিয়ে এসেছেন গোলরক্ষক ইয়াসিন বুনো।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের বি ও মূল দলের গোলরক্ষক হিসেবে ছিলেন বুনো। তাইতো কোচ সিমিওনির কোচিং দর্শন খুব ভালোভাবে জানা তার।

শক্তিশালী রক্ষণ, দ্রুত বল পুনরুদ্ধার, প্রয়োজন হলে আগ্রাসনের সাথে। গতিময় কাউন্টার অ্যাটাক। আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ। সর্বোপরি এই সিস্টেমের ওপর পূর্ণ আস্থা।

এই কৌশলেই ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনা, বায়ার্নের মতো জায়ান্টদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছায় দলটি। লিভারপুল, য়্যুভেন্টাসের মতো দলগুলোর সাথেও সাফল্য পায় মাদ্রিদের দলটি। একই তত্ত্বে চলে বিশ্বকাপে সাফল্য পেয়েছে মরক্কো। ৫ ম্যাচে গোল দিয়ে খেয়েছে মাত্র ১টি। তাও আবার আত্মঘাতী।

পর্তুগালের বিপক্ষে জয় পাওয়ার পর মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই নিজেই জানিয়েছেন চোলে নামে পরিচিত সিমিওনির ফর্মুলায় সাফল্য পাওয়ার কথা।

এএআর/

Exit mobile version