Site icon Jamuna Television

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দাদী-নাতীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতীর মৃত্যু হয়েছে। অাজ সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সোফিয়া বেগম (৬০) ও সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)। তারা সম্পর্কে দাদী ও নাতী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই দুজনসহ তিনজন কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় আনছার আলীর বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে তারা রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এক পর্যায় তারা ট্রেন লাইনে বসে গল্প করছিলো। এসময় নীলফামারী থেকে ছেড়ে অাসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে ট্রেনে কাটা পড়ে।

এ ঘটনার পর স্বজনরা নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে গেছে।

Exit mobile version