Site icon Jamuna Television

তিন উইকেট হারিয়ে বিপাকে ভারত

বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে গড়িয়েছে। চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। তবে দিনের শুরুতেই ধাক্কা খেলো ভারতীয় ব্যাটিং লাইন। দলীয় ফিফটির আগেই হারিয়েছে তিন উইকেট। শুভমান গিলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

ইনিংসের ১৪তম ওভারে তাইজুলের করা ফুলার লেন্থের বল সুইপ করেন ৪০ বলে ২০ রানে ব্যাটিংয়ে থাকা গিল। তবে ব্যাটে বলে হয়নি। এতে প্রথম স্লিপ থাকা ইয়াসির আলীর তালুবন্দি হয়ে ফেরেন তিনি। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। এরপর দলীয় ৪৫ রানের মাথায় খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক কেএল রাহুল। তিনি ৫৪ বল মোকাবেলা করে যোগ করেন ২২ রান। পরে বিরাট কোহলি এসে ৫ বলে ১ রানের বেশি করতে পারেননি। আবারও তাইজুলের হানা। এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের দলীয় সংগ্রহ ৫৬ রান। রিশভ পান্ত ৫ রানে এবং চেতনেশ্বর পূজারা ৭ রানে ব্যাটিংয়ে আছেন।

এএআর/

Exit mobile version