Site icon Jamuna Television

সরকার বিরোধী আন্দোলনের দায়ে ইরানে ৪০০ মানুষকে জেল

ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের দায়ে ৪০০ মানুষকে কারাদণ্ড দিলেন আদালত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাদের দেড় থেকে ১০ বছর মেয়াদী এই সাজা দেয়া হয়। খবর এপির।

তেহরানের প্রসিকিউটর জেনারেল জানান, ১৬০ জনের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের পাঁচ থেকে ১০ বছর মেয়াদী কারাদণ্ড দেয়া হয়েছে। তাছাড়া, রাষ্ট্রীয় নীতিমালা ভঙ্গের দায়ে দুই থেকে পাঁচ বছরের সাজা পেয়েছেন ৮০ বিক্ষোভকারী।

বাকি ১৬০ জন দুই বছর বা তারচেয়ে কম মেয়াদের কারাদণ্ড পান। এই তালিকার বাইরে আরও ৭০ জনকে করা হয়েছে জরিমানা। পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনের জেরে দ্বিতীয় ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানোর একদিন পরই এলো এই গণ কারাদণ্ড।

সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে মাহশা আমিনির মৃত্যুতে পুরো ইরানে ছড়ায় আন্দোলন। তাতে প্রাণ হারিয়েছেন পাঁচশোর কাছাকাছি মানুষ। আর আটক হয়েছেন ১৮ হাজারের বেশি।

/এমএন

Exit mobile version