মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বুধবার (১৪ ডিসেম্বর) ডিআরইউ সহ-সভাপতি দীপু সারোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ডিআরইউ’র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, ইসমাইল হোসাইন রাসেল, মহসিন বেপারী, কিরণ সেখ ও মোস্তাফিজুর রহমান সুমন।
এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ডিআরইউ’র সাবেক কার্যনির্বাহী সদস্য আয়াতুল্লাহ আক্তার, সদস্য মুর্তজা হায়দার লিটন ও তাওহীদ মিথুন।
এটিএম/

