Site icon Jamuna Television

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৪০ সেনা

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের সামরিক ঘাঁটিতে তালেবানের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ সেনা সদস্য। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, স্থানীয় সময় রাতে সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। দু’পক্ষের মাঝে কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ ঘটনায় অন্তত ১৫ জন তালেবান জঙ্গি নিহত হয়।

নিরাপত্তা বাহিনীর দাবি, প্রথমবারের মতো হামলার সময় জঙ্গিরা নাইট গগলস ব্যবহার করায় তাদের উপস্থিতি বোঝা যায়নি। একারণে সেনাদের ওপর হঠাৎ হামলা চালাতে সক্ষম হয় তারা। গত মাস থেকেই কুন্দুজে তালেবান বিরোধী অভিযান চালাচ্ছিলো আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী।

Exit mobile version