Site icon Jamuna Television

গ্যালারিতে থাকা সুন্দরীদের টিভিতে দেখাতে নিষেধাজ্ঞা ফিফার

মাঠে খেলে দুদল। সেখানে শিল্পের পসরা সাজান ২২ জন। আর তাদের সমর্থন জোগাতে গ্যালারিতে উপস্থিত থাকেন নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার সমর্থক। প্রিয় দলের প্রিয় খেলোয়াড় গোল করলে উল্লাসে ফেটে পড়েন তারা।

তবে ক্যামেরা খুঁজে ফেরে সুন্দরী ললনাদের। এতে টিভি সেটের বাইরে থাকা দর্শকরা পেয়ে উৎসাহ উদ্দীপনা। দুঃসংবাদ এই যে, এখন তা থেকে বঞ্চিত হবেন তারা। কারণ খেলা দেখতে আসা গ্যালারির সুন্দরী রমণীদের টিভিতে দেখাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা।

ফিফা জানিয়েছে, মাঠে থাকা সুন্দরীদের জুম করে দেখানো যাবেনা।

ফুটবলের অভিভাবক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ফেডরিকো আদিয়েচি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বর্তমান বিশ্বে বিবেক নাড়িয়ে দেয়া ইস্যু যৌন হয়রানি। সর্বত্রই তা এখন ঘটে থাকে হরহামেশা। বিশ্বকাপের মতো অনিন্দ্যসুন্দর আয়োজনে যেন এই কলঙ্কের দাগ না লাগে, সে লক্ষ্যেই এমন পদক্ষেপ ফিফার।

তবে এ নিয়ম কেবল চুক্তিবদ্ধ ব্রডকাস্টারদের ক্ষেত্রেই বলবৎ হবে। আদিয়েচি বলেন, আমরা ব্রডকাস্টারদের বলেছি- যেন তারা এটি না করে। তাদের এ ব্যাপারে সতর্ক করেছি। নারী ও বিশ্বকাপের সম্মান-মর্যাদা সমুন্নত রাখতেই এ উদ্যোগ।

Exit mobile version