Site icon Jamuna Television

আমার দেখা ‘বাজে’ রেফারিং: মদ্রিচ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে বাজে রেফারিং হয়েছে বলে মন্তব্য করেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। খবর ডেইলি মেইল’র।

তিনি বলেন, যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা জিতেছে, তারা আমাদের থেকে ভালো দল ছিল। তারা অবশ্যই জয়ের দাবিদার। কিন্তু কিছু জিনিস সম্পর্কে আমার বলা উচিত, যা আমি সচরাচর বলি না।

মদ্রিচ আরও বলেন, আমি রেফারিং নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার দেখা সবচেয়ে বাজে রেফারিং। ঐটা পেনাল্টি ছিল না।

পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, এমন মন্তব্য করে মদ্রিচ বলেন, আমি আর্জেন্টিনাকে ছোট করছি না কিন্তু পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের তৃতীয় হওয়ার জন্য এখন লড়াই করতে হবে এবং জিততে হবে।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে বাদ পড়েছে ক্রোয়েশিয়া।

/এনএএস

Exit mobile version