Site icon Jamuna Television

টেকনাফে ইয়াবা ব্যবসায়ী ও রোহিঙ্গা সন্ত্রাসীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিদ রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ি ছড়ায় এই দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে লেদা রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়িছড়ায় দুটি লাশ দেখতে পায় স্থানীয় কাঠুরিয়ারা। পরে টেকনাফ থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

টেকনাফ থানার ওসি রন্জিত বড়ূয়া জানিয়েছে, নিহত শামসুল হুদা হ্নীলার পালাতক শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হুদার ভাই। শামসুল হুদার বিরুদ্ধে হত্যা ও ইয়াবা পাচারের ৬ টি মামলা আছে। অপর দিকে শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী রহিম উল্লাহর বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদকের মামলা রয়েছে।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে টেকনাফ থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। পুলিশ প্রকৃত ঘটনা উৎঘাটনে তদন্ত চালাচ্ছে।

লাশ দুটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Exit mobile version