Site icon Jamuna Television

ঈশ্বরই মেসিকে ‘মুকুট’ দেবেন: রিভালদো

ছবি: সংগৃহীত

ঈশ্বরই মেসিকে ‘মুকুট’ দেবেন বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রিভালদো। খবর ডেইলি মেইল’র।

ইনস্টাগ্রামে দেয়া পোস্টে তিনি বলেন, ব্রাজিল কিংবা নেইমার এখন আর এই বিশ্বকাপ ফাইনালে নেই, তাই আমি আর্জেন্টিনার সাথে থাকব। তোমাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না লিও মেসি, আগেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা তোমার প্রাপ্য ছিল। কিন্তু ঈশ্বরই সবকিছু জানেন ও এই ফাইনালের দিন তোমাকে মুকুট (বিশ্বকাপ) দেবেন।

মেসির প্রশংসা করে তিনি আরও বলেন, তুমি যেমন মানুষ ও যেরকম চমৎকার ফুটবল তুমি সবসময় খেলেছো সেটার কারণেই তুমি এটার দাবিদার। তোমাকে টুপি খোলা অভিনন্দন। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

/এনএএস

Exit mobile version