Site icon Jamuna Television

‘পুষ্পা ২’-এর শুটিং সেটে কর কর্মকর্তাদের অভিযান

কর ফাঁকি দিয়েছে এমন অভিযোগে মুম্বাইয়ের প্রথম সারির প্রযোজনা সংস্থা মিথরি মুভি মেকার্স -এর কার্যালয়ে সম্প্রতি অভিযান চালায় ভারতের আয়কর দফতরের কর্মকর্তাকরা। ঘটনাচক্রে ১২ ডিসেম্বরই শুরু হয়েছে এই প্রযোজনা সংস্থার ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-সিনেমা’র শুটিং। শুরুর দিনেই করকর্তাদের আগমনে এলোমেলো হয়ে গেল শুটিং সেট।

সুপার স্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা। বক্স অফিসে ৩৭৫ কোটি রুপির ব্যবসা করেছিল সেটি। কিন্তু, সে অনুযায়ী আয়কর দেননি নির্মাতারা, এমনই খবর চলে যায় আয়কর দফতরে। তাতেই জরুরি তলব। 

সদ্য রাশিয়া থেকে ফিরে পুষ্পা-২ এর শুটিংয়ে যোগ দেন আল্লু। কিন্তু শুটিং শুরুর দিনেই সেটে আয়কর কর্মকর্তা হানা দেয়ায় বেশ বিপাকে পড়েন এ অভিনেতা।

প্রসঙ্গত, আগামী ১৭ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির এক বছর পূর্ণ হবে।

/এসএইচ

Exit mobile version