Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, পদচারীরা ব্যস্ত সেলফিতে

মোটর সাইকেল ও স্কুল বাস সংঘর্ষে মোটর আরোহীর তিনবন্ধুই আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। কিন্তু পদচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলো না। অপরদিকে কিছু পদচারী রাস্তায় পড়ে থাকা আহতদের সাথে সেলফি আর ভিডিও তুলতে ব্যস্ত ছিলো।

পরে পুলিশ এসে হাসপাতালে নিতে নিতে তিনজনেরই মৃত্যু হয়। আর এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

জানা যায়, দুর্ঘটনার আধা ঘণ্টা পর্যন্ত কেউই সাহায্যে এগিয়ে আসেনি যতক্ষণ না পুলিশ ঘটনাস্থলে না পৌঁছায়।

এমনকি ধারণকৃত ভিডিওতে দেখা যায় যে, আহত দুইজন বেঁচে আছেন। কিন্তু কেউ সাহায্য করেনি। পুলিশ জানায়, সাথে সাথে তাদের চিকিৎসা দিলে হয়তো বাঁচানো যেতো।

পুলিশ আরও জানায়, এটা মানবতাহীন কাজ যে আহতদের সাহায্য না এসে সেলফি ও ভিডিও ধারণ করা।

Exit mobile version