Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় টর্নেডোর আঘাত, নিহত ২

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আঘাত হেনেছে ভয়াবহ টর্নেডো। গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) দুর্যোগে প্রাণ গেছে কমপক্ষে দুই জনের। আহত হয়েছে বেশ কয়েকজন। খবর রয়টার্সের।

নিহতরা মা ও শিশু। বুধবার টেক্সাস হয়ে তীব্র শক্তিতে লুইজিয়ানায় প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। তাণ্ডব চালায় নিউ আইবেরিয়া শহরে। তীব্র বাতাসের তোড়ে বিধ্বস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘর, স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয় একটি হাসপাতাল ভবনও, উপড়ে পড়ে গাছপালা। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ।

লুইজিয়ানায় ধ্বংসযজ্ঞের পর মিসিসিপির দিকে যায় ঘূর্ণিঝড়টি। মার্কিন আবহাওয়া বিভাগের শঙ্কা, উত্তর ও দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে আরও কয়েকটি টর্নেডো। পূর্বাঞ্চলে ভারী তুষাপাতের শঙ্কাও জানিয়েছে জরুরি বিভাগ।

/এমএন

Exit mobile version