Site icon Jamuna Television

আইয়ারকে ফিরিয়ে দিলেন এবাদত

চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। আগের দিনের ২৭৮ রান নিয়ে ব্যাটিং করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৭ উইকেটে ২৯৩ রান।

প্রথম দিনের সেট ব্যাটার ৮২ রান করা শ্রেয়াস আইয়ারের সাথে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। স্পিনার তাইজুল ও পেসার এবাদতের জুটি দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। দিনের চতুর্থ অর্থাৎ ৯৪তম ওভারের শেষ বলে অশ্বিনের বিপেক্ষ কটবিহাইন্ডের জন্য রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু ব্যর্থ হয় সেই প্রচেষ্টা।

এদিকে, একাধিবার জীবন পাওয়া শ্রেয়াস আইয়ারের ব্যাটে ভারতের ইনিংস দীর্ঘ করার চেষ্টা করলেও দিনের শুরুতে হোঁচট খেয়েছে। ৯৭ ওভারের শেষ বলে এই ব্যাটারকে ফিরিয়ে দেন এবাদত।

এর আগে, প্রথমদিন দ্রুতই ভারতের টপ অর্ডারকে গিড়িয়ে দেয় বাংলাদেশ। ৪৮ রানের মধ্যে শুভমন গিল, লোকেশ রাহুল ও কোহলিকে হারায় অতিথিরা। পরে চেতেশ্বর পুজারার ৯০ এবং শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত।

/এমএন

Exit mobile version