Site icon Jamuna Television

যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে

বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। তাতে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সম্মেলনস্থলে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগেই সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে অবস্থান নিয়েছে সারাদেশ থেকে আসা যুব মহিলা লীগের কাউন্সিলররা। এর সাথে যোগ দিয়েছেন নানা পর্যায়ের কর্মীরাও।

সবশেষ ২০০২ সালে অনুষ্ঠিত হয় যুব মহিলা লীগের সম্মেলন। ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে ওইবার যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়। তখন থেকে প্রায় ২০ বছর ধরে সংগঠনটির সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল।

/এমএন

Exit mobile version