Site icon Jamuna Television

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

মাগুরা প্রতিনিধি:

মাগুরার সীমাখালী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নার্সারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। নিহত মোহাম্মদ আলী নরসিংদী জেলার সানেরবাড়ি এলাকার মৃত শাহাজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, মাগুরার সীমাখালী বাজার এলাকায় নরসিংদী থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও ৩ জন।

আহতদের মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন নিহতের ছেলে শান্ত মোল্যা, বাসের হেলপার ইলিয়াস হোসেন ও সুপার ভাইজার আমির হোসেন।

এএআর/

Exit mobile version