Site icon Jamuna Television

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় জোড়-বিজোড়ে উপস্থিতি, সময় নিয়ে কেন্দ্রে প্রবেশের আহ্বান

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। এবারের পরীক্ষায় জোড়-বিজোড় করে প্রার্থীর রেজিস্ট্রেশন অনুযায়ী হাজিরা খাতা তৈরি করা হয়েছে। ফলে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত সময় হাতে নিয়ে প্রার্থীদের প্রবেশ করার আহ্বান জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ। এর পরিপ্রেক্ষিতে আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেয়া হবে।

এএআর/ইউএইচ/

Exit mobile version