Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে দক্ষিণের জেলা চুয়াডাঙ্গায়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। গতকাল (১৪ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ নামছে। সূর্য উঠলেও উত্তরের হিম বাতাসের আর্দ্রতায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা মোড়ানো থাকছে গোটা এলাকা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, ধীরে ধীরে তাপমাত্রা কমছে। ফলে শীতের তীব্রতা বাড়বে। সামনে একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে।

এএআর/ইউএইচ/

Exit mobile version