Site icon Jamuna Television

রাজধানীতে চাঙ্গা ফুলের ব্যবসা

মহান বিজয় দিবসকে ঘিরে রাজধানীর ফুলবাজার এখন চাঙ্গা। চলছে কেনাবেচা ও সাজ সজ্জার প্রস্তুতি। তবে দাম কিছুটা বাড়তির দিকে।

ব্যবসায়ীরা বলছেন, পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারী, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দিবসে ফুলের চাহিদা বাড়ে।

ফুলের দোকানে থরে থরে সাজানো আছে, রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, গাঁদাসহ নানা রঙ ও বর্ণের ফুল। ককসিট নিয়ে কারিগররা ব্যস্ত সময় পার করছেন শহীদ বেদীর জন্যে শ্রদ্ধাঞ্জলীর রিং প্রস্তুতির জন্য। গত দুই বছর নানা প্রতিকূলতায় পড়েন ব্যবসায়ীরা। এবার ভালো কেনাবেচার আশায় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিক্রেতারা জানিয়েছেন, প্রতিটি গোলাপ ও গ্লাডিওলাস বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। রজনীগন্ধার স্টিক ২০ টাকা। আকার ভেদে ফুলের তোড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকা। ৭ শ’ হতে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে শ্রদ্ধাজ্ঞলীর তোড়া।

/এমএন

Exit mobile version