Site icon Jamuna Television

কাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

কাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এরই মধ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ভিড় করতে শুরু করেছেন হজযাত্রীরা। স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট সংগ্রহসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তারা।

আগামীকাল চারটি ফ্লাইট হজের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে সৌদি আরব যাবে। এর মধ্যে তিনটিতে যাবেন হজযাত্রীরা। সকাল ৭টা ৫৫ মিনিটে প্রথম হজ ফ্লাইট।

হজযাত্রী পরিবহনে তিন বছরের অভিজ্ঞতা না থাকলে কোন এয়ারলাইন্স কার্যক্রমে অংশ নিতে পারবে না এমন নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশ বিমান। তাদের লিজ নেয়া দুটি বিমানই নিষেজ্ঞায় পড়েছে।

তারপরও এখন পর্যন্ত কোন সংকট নেই হজ ফ্লাইট নিয়ে। এদিকে আশকোনা ক্যাম্পেও সব মিলিয়ে রয়েছে স্বস্তি।

Exit mobile version