Site icon Jamuna Television

রাত পেরোলেই ৫১তম মহান বিজয় দিবস, প্রস্তুত স্মৃতিসৌধ

৫১তম মহান বিজয় দিবস কাল। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে, ফুল ও রংয়ের আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ।

মহান বিজয় দিবসের সাজসাজ রব দেখা যাচ্ছে সড়ক-মহাসড়কেও। উপজেলা পরিষদের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। সাভার উপজেলা প্রশাসন এবং ঢাকা জেলা প্রশাসনের সমন্বয়ে পুরো এলাকাসহ যাত্রাপথেও কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানান সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

নতুন সাজের পাশাপাশি সৌধ এলাকায়ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সিসিটিভি স্থাপনের পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিরাপত্তার জন্য আপাতত স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আসাদুজ্জামান। কাল জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ স্মৃতিসৌধে উপস্থিত হবেন। তাই গোটা এলাকা ছেয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

এসজেড/

Exit mobile version