Site icon Jamuna Television

ঝিনাইদহে মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৫১

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে ৮ মাদক ব্যবসায়ীসহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল, ৬৩ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ১৬ জন, হরিনাকুন্ডু ৫ জন, শৈলকুপা ১২,কালীগঞ্জে ৯ জন,কোটচাঁদপুর ৭ মহেশপুর থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Exit mobile version