Site icon Jamuna Television

কাশ্মির সীমান্তে নিরাপত্তা জোরদার ভারতের

অরুনাচলে চীনের সাথে সামরিক উত্তেজনার মধ্যে কাশ্মির সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। সাম্বা সেক্টরসহ বেশ কয়েটি পয়েন্টে জোরদার করা হয়েছে টহল। সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বিএসএফকে। প্রস্তুত রাখা হয়েছে ভারি সামরিক সরঞ্জামও। খবর গার্ডিয়ানের।

অরুনাচলে চীন-ভারত সীমান্তে নতুন করে সংঘাত না হলেও এখনো সেখানকার পরিস্থিতি থমথমে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে দু’পক্ষই। এর আগে ভারতীয় ভূখণ্ডে চীনের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকা তিব্বতের নাগরিকরা।

গেল শুক্রবার অরুনাচলের তাওয়াং সেক্টরে হওয়া সংঘাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। ভারতের দাবি, চীনের সেনারা সীমান্তে ঢুকে পড়লে বাধা দেয়া হয়। এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ইউএইচ/

Exit mobile version