Site icon Jamuna Television

নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.

নওগাঁর মহাদেবপুর থেকে ইয়াবাসহ পরিমল চন্দ্র মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (১৩ জুলাই) দুপুরে তাকে দোহালী এলাকা থেকে আটক করা হয়। পরিমল চন্দ্র মন্ডল মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের মৃত রামপদ মন্ডলের ছেলে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক শামসুদ্দিন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার দোহালী নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় সাড়ে ৪ হাজার পিচ ঈয়াবা ট্যাবলেট পাওয়া যায় পরিমল মন্ডলের কাছে। ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসায়ী পরিমলকে আটক করা হয়। অভিযানের নেতৃত্বদেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজেদুর রহমান।

পরিমল দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

এ ঘটনায় পরিমলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।

Exit mobile version