Site icon Jamuna Television

ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় নৌকাডুবিতে নিহত ৪

ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় নৌকাডুবিতে প্রাণ গেলো ৪ অভিবাসনপ্রার্থীর। বুধবার (১৪ ডিসেম্বর) এই দুর্ঘটনায় আরও ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এপির।

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের উদ্দেশে যাচ্ছিলেন অভিবাসনপ্রার্থীরা। কেন্ট উপকূলে, নৌযানের ত্রুটির কারণে সেটি উল্টে যায়, ভেঙ্গে পরে একাংশ। ব্রিটিশ এবং ফরাসি নৌবাহিনীর যৌথ উদ্যোগে চলে উদ্ধার তৎপরতা। সাথে ছিলো দু’দেশের কোস্টগার্ডও। তবে, হিমশীতল পানিতে ডোবার কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান হতভাগ্যরা। বাকিরাও কাবু শীতের প্রকোপে। তাদের স্থানীয় হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা।

এ ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। গেলো বছরই, জনপ্রিয় রুট ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন ২৭ অভিবাসনপ্রার্থী।

এটিএম/

Exit mobile version